চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে চার বোতল ভয়ংকর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) উদ্ধার করেছে বিজিবি-৫৮। এছাড়া পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীদের আটক করতে পারেনি বিজিবি। এই ভয়ংকর মাদক ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
আজ শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮- বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার) সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত উথলি বিওপির একটি বিশেষ আভিযানিক দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ওঁৎ পেতে থাকেন।
এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলে দুজন ব্যক্তি অগ্রসর হলে বিজিবি আভিযানিক দল মোটরসাইকেলটির গতিরোধ করার উদ্দেশ্যে রাস্তায় অবস্থান করেন।
পরে মোটরসাইকেল চাকক দূরে থেকে বিজিবি সদস্যের উপস্থিতি পেয়ে মোটরসাইকেল ফেলে রাস্তার পাশের পাট ক্ষেতে পালিয়ে যেতে সক্ষম হয় দুই চোরাকারবারি।
৫৮ বিজিবি জানায়, আভিযানিক দল তল্লাশী চালিয়ে ভারত হতে বাংলাদেশে আসা প্রতিটি ১০০ মিলিগ্রামের মোট চার বোতল LSD (Lysergic Acid Diethylamide), পাঁচ বোতল ফেন্সিডিল এবং একটি নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ কোটি ১৬ লক্ষ ৭২ হাজার টাকা।
এলএসডি কী?
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, ডি-লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড বা এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরণের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরণের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়।
এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।
এলএসডি’কে ‘সাইকাডেলিক’ মাদক হিসেবে চিহ্নিত করা হয়। এই ধরণের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশেপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো ‘হ্যালুসিনেট’ বা অলীক বস্তু প্রত্যক্ষও করে থাকে।
এএইচ