চুয়াডাঙ্গার বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আনসার বাহিনীর সদস্যরা।
জেলা শহরের প্রাণকেন্দ্র বড় বাজার চৌরস্তার মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে এই দৃশ্য দেখা যায়।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কের কাজ করছেন আনসার সদস্যরা।
জেলা কমান্ড্যান্ট, সঞ্জয় চৌধুরীর নির্দেশে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে, কারাগারে, জেলা ট্রেজারী ও বাসভবনে ৪০ জন ব্যাটালিয়ন আনসার ও ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।
চালকরা জানান, আনসার সদস্যর আমাদের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ করছেন। তারা গুরুত্বসহকারে দায়িত্ব পালন করছে। তারা মোড়ে থাকায় আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারতাছি। কোন যানযট নাই।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক আরিফুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই আনসার সদস্যরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে রাস্তায় নেমেছেন।
এএইচ