চুয়াডাঙ্গা জেলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৬ ফেবুয়ারী) রাতে শহরের শাহিদ প্যালেসের ‘টি কফি অ্যান্ড মি’তে দিনটি উদ্যাপনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কেটে জেলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক- প্রকাশক সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ৭১ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এমএ মামুন, জি টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান, শেয়ার বিজ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, সময় টিভির চুয়াডাঙ্গার রিপোর্টার মাহফুজ মামুন, নাগরিক টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন সুন্দরম মিডিয়ার পরিচালক আসাদুজ্জামান শিমুল।