চুয়াডাঙ্গা ব্যতিক্রম শিক্ষা একাডেমির উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা, একাদশ শ্রেনির নবীনবরণ ও দ্বাদশ শ্রেনির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল ৯টায় চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে নবিনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সাইদুর রহমান ও মানপত্র পাঠ করেন মুশফিকা শাহরিয়া মৌলি।
ব্যতিক্রম শিক্ষা একাডেমির পরিচালক খায়রুল বাসারের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রতন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাসুদ পারভেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের প্রভাষক রুবেল হোসাইন, দর্শনা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম শিমুল ও নীলমণিগঞ্জে তরুণ কোচিং সেন্টারের পরিচালক আব্দুল হান্নান।

ব্যতিক্রম শিক্ষা একাডেমিতে অধ্যায়রত বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৯০ শিক্ষার্থী ও এইচএসসি ১৭০ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এছাড়া একাদশ শ্রেনির ২২৫ শিক্ষার্থীকে নবিনবরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তার বক্তব্যে বলেন, এএইচএসসি শিক্ষার্থীরা তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। বিদায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ তোমরা শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে বিদায় নিচ্ছো। তোমাদের জন্য আমাদের দোয়া ও আশির্বাদ থাকবে যেন তোমরা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারো। তোমরা ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।

এছাড়া বিদায়ী বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান নীরব, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আলিফ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক বিন আজিজ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা ইসলাম বৃষ্টি ও এইচএসসি শিক্ষার্থী জয়নব।
উক্ত অনুষ্ঠানে শেষে টাঙ্গাইলের আরণ্যক ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এএইচ