চুয়াডাঙ্গা শহরে দূরপাল্লার বাস কাউন্টারগুলো পরিদর্শন করেছে ‘ভিজিলেন্স টিম’। ঈদে নির্ধারিত বাস ভাড়া নিশ্চিত করতেই পরিদর্শন করে সংস্থাটি।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম কর্তৃক সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটারিং করা হয়েছে।
শনিবার (১৫ জুন) শহরের শহীদ হাসান চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বড় বাজারে মনিটরিং কার্যক্রম চালানো হয়।
ভিজিলেন্স টিমের সদস্যরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেয়ার জন্য বাস কাউন্টারগুলোতে গিয়ে সতর্ক করে।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিরিয়ার) মো. আতিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বিল্লাহ, ট্রাফিক সার্জেন্ট তাজরুল হক, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন ও নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মেহেরাব/এএইচ