১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে লাঞ্চিতের ঘটনায় সাংবাদিক সৌরভের বিরুদ্ধে লিখিত অভিযোগ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী শামীম হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা পুলিশকে বলা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১২ জুন) সকালে সদর হাসপাতালের পুরোনো ভবনের বহির্বিভাগে ওষুধ কাউন্টারের সামনে শিক্ষার্থী শামীম হোসেনকে লাঞ্চিতের অভিযোগ উঠে সাংবাদিক সৌরভের বিরুদ্ধে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী হাসপাতাল কর্তৃপক্ষের নিকট মৌখিক অভিযোগ করলেও আজ একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম হোসেন। সে চুয়াডাঙ্গায় নার্সিং ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মেহেরপুর জেলায়।

ভুক্তভোগী শিক্ষার্থী শামীম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে জানান, বুধবার সকালে ওষুধ নেয়ার জন্য কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এসময় আমাদের নারী শিক্ষার্থীরা অভিযোগ করে এক যুবক তাদেরকে ভিডিও ধারণ করছে। পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। পরে এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি হলে তিনি আমাকে ধাক্কা দেন এবং মারমুখী আরচণ করেন তিনি। আমি এ ঘটনায় বিচারের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নি হ ত

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে লাঞ্চিতের ঘটনায় সাংবাদিক সৌরভের বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রকাশের সময় : ১০:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী শামীম হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা পুলিশকে বলা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১২ জুন) সকালে সদর হাসপাতালের পুরোনো ভবনের বহির্বিভাগে ওষুধ কাউন্টারের সামনে শিক্ষার্থী শামীম হোসেনকে লাঞ্চিতের অভিযোগ উঠে সাংবাদিক সৌরভের বিরুদ্ধে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী হাসপাতাল কর্তৃপক্ষের নিকট মৌখিক অভিযোগ করলেও আজ একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম হোসেন। সে চুয়াডাঙ্গায় নার্সিং ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মেহেরপুর জেলায়।

ভুক্তভোগী শিক্ষার্থী শামীম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে জানান, বুধবার সকালে ওষুধ নেয়ার জন্য কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এসময় আমাদের নারী শিক্ষার্থীরা অভিযোগ করে এক যুবক তাদেরকে ভিডিও ধারণ করছে। পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। পরে এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি হলে তিনি আমাকে ধাক্কা দেন এবং মারমুখী আরচণ করেন তিনি। আমি এ ঘটনায় বিচারের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছি।