০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দামুড়হুদায় সড়কে গাছ ফেলে ৩ ট্রাক চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা লুট, গ্রেফতার ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাস্তায় কলাগাছ ফেলে তিন ট্রাক চালকের নিকট থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের বড়রাস্তা নামকস্থানে এ ঘটনা ঘটে। ওই রাতেই ভুক্তভোগী ট্রাক চালকদের মধ্যে দেলোয়ার হোসেন নামের একজন দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আটক মাসুম উপজেলার কদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত দুইটার দিকে দামুড়হুদার পাটাচোরা ভৈরব নদের ওপর সুইস গেট তৈরির কাজে ব্যবহৃত পাথর আনলোড করা হয় ঢাকা-মেট্রো-ট- ১৮-৯০৯৪, ঝিনাইদহ-ট-১১-১৬২৯ ও ঢাকা মেট্রো-ত-২২-৩৭২৬ রেজিস্ট্রেশনের তিনটি গাড়ি থেকে।

পরে ট্রাক তিনটির চালক বাচ্চু, শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন ফাঁকা গাড়ি পরিমাপ করতে লোকনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে রঘুনাথপুরে পৌঁছালে রাস্তার ওপর কলাগাছ পড়ে থাকতে দেখেন। এসময় গাড়ি তিনটি সেখানে থামলে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে নিচে নামায়। এবং ট্রাক ড্রাইভার বাচ্চুর কাছে থাকা নগদ ৫৮ হাজার টাকা, শফিকুল ইসলামের নিকট থাকা ৬৭ হাজার টাকা ও দেলোয়ার নিকট থাকা ৪২ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই ট্রাক চালক দেলোয়ার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দামুড়হুদার কদিপুর গ্রাম থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেই। জিজ্ঞাসাবাদের পর মাসুমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে এবং অপর দুইজনের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে সুত্রে জানা গেছে।

দামুড়হুদা ম‌ডেল থানা পুলিশের পরিদর্শক (ও‌সি) আলমগীর ক‌বির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করেছি। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেয়ায় মনোমালিন্য, অত:পর…

দামুড়হুদায় সড়কে গাছ ফেলে ৩ ট্রাক চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা লুট, গ্রেফতার ১

প্রকাশের সময় : ১১:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাস্তায় কলাগাছ ফেলে তিন ট্রাক চালকের নিকট থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের বড়রাস্তা নামকস্থানে এ ঘটনা ঘটে। ওই রাতেই ভুক্তভোগী ট্রাক চালকদের মধ্যে দেলোয়ার হোসেন নামের একজন দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। আটক মাসুম উপজেলার কদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত দুইটার দিকে দামুড়হুদার পাটাচোরা ভৈরব নদের ওপর সুইস গেট তৈরির কাজে ব্যবহৃত পাথর আনলোড করা হয় ঢাকা-মেট্রো-ট- ১৮-৯০৯৪, ঝিনাইদহ-ট-১১-১৬২৯ ও ঢাকা মেট্রো-ত-২২-৩৭২৬ রেজিস্ট্রেশনের তিনটি গাড়ি থেকে।

পরে ট্রাক তিনটির চালক বাচ্চু, শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন ফাঁকা গাড়ি পরিমাপ করতে লোকনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে রঘুনাথপুরে পৌঁছালে রাস্তার ওপর কলাগাছ পড়ে থাকতে দেখেন। এসময় গাড়ি তিনটি সেখানে থামলে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে নিচে নামায়। এবং ট্রাক ড্রাইভার বাচ্চুর কাছে থাকা নগদ ৫৮ হাজার টাকা, শফিকুল ইসলামের নিকট থাকা ৬৭ হাজার টাকা ও দেলোয়ার নিকট থাকা ৪২ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই ট্রাক চালক দেলোয়ার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দামুড়হুদার কদিপুর গ্রাম থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেই। জিজ্ঞাসাবাদের পর মাসুমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে এবং অপর দুইজনের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে সুত্রে জানা গেছে।

দামুড়হুদা ম‌ডেল থানা পুলিশের পরিদর্শক (ও‌সি) আলমগীর ক‌বির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করেছি। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।