০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিন শেখকে দল থেকে বহিষ্কার

চাঁদা দাবি ও পেশিশক্তি প্রদর্শনপূর্বক জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিন শেখকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর থেকে যুবদলের নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বহিষ্কারাদেশের চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা দাবির একটি অডিও ভাইরাল হয়। এরপরই বুধবার রাতে কেন্দ্রীয় যুবদল তাকে বহিস্কার করেন।

জানা গেছে, যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন জাহিন শেখকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

চিঠিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার জাহিন শেখকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদা দাবির বিষয়ে একটি অডিও ভাইরাল হয়। কেন্দ্রীয় সিদ্ধান্তে যুবদলের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিন শেখকে দল থেকে বহিষ্কার

প্রকাশের সময় : ১১:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

চাঁদা দাবি ও পেশিশক্তি প্রদর্শনপূর্বক জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিন শেখকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর থেকে যুবদলের নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বহিষ্কারাদেশের চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা দাবির একটি অডিও ভাইরাল হয়। এরপরই বুধবার রাতে কেন্দ্রীয় যুবদল তাকে বহিস্কার করেন।

জানা গেছে, যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন জাহিন শেখকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

চিঠিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার জাহিন শেখকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদা দাবির বিষয়ে একটি অডিও ভাইরাল হয়। কেন্দ্রীয় সিদ্ধান্তে যুবদলের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।