চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) নিহত হয়েছেন। আজ শনিবার (৬ এপ্রিল) চুয়াডাঙ্গা রেলওয়ে গেটের অদূরে সকাল অনুমানিক ৯টার দিকে এদূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত বৃদ্ধটি রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। সকালে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়। তার মুখমণ্ডল থেঁতলে গেছে। চেনার কোন উপায় নেই। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সকালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিচয় সনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানিয়েছি। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ