চুয়াডাঙ্গা সদরের দীননাথপুরে আল মুনতাহা ফাউন্ডেশনের উদ্যোগে গণ-ইফতারের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের বটতলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

আল মুনতাহা ফাউন্ডেশনের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নুরনবী সামদানী। অত্র ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আল আমিন শাকিলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দীননাথপুর, চাঁদপুর ও মাখালডাঙ্গা গ্রামের পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

উক্ত ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন আল মুনতাহা ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ও দীননাথ পুর বটতলাপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ, মাওলানা মামুনুর রশিদ। এছাড়া সহযোগিতা ছিলেন আল মুনতাহা ফাউন্ডেশনের কর্মী, স্থানীয় ছাত্র ও যুবসমাজ।
এএইচ