ভলেন্টিয়ার ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩) মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় জামি’আ আবু বকর সিদ্দীক (রাঃ) মাদরাসায় ‘এক টুকরো হাসি এক মুঠো ইফতার’ ব্যানারে এ আয়োজন করা হয়। এখানে ৪০ জন ছেলে ও ৩০ জন মেয়ে এই ইফতারে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ফাহিম উদ্দিন মুভিন, সেক্রেটারি সুমন সরদার, কোষাধ্যক্ষ মাহাবুব ইসলাম আকাশ, প্রজেক্ট অফিসার মাহিন বিল্লাহ, পাবলিক রিলেশন অফিসার মারুফ শেখ সহ সংগঠনটির সদস্য নুসরাত জাহান রোজা, নুসরাত জাহান মৌলি, ছন্দা, মেজবাউল রহমান রনক, নাহিদ জাবেদ, অনিক প্রমুখ।
এএইচ