০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর উল্টো করে ঝুলালো জনতা

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় দুই জনকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে উত্তরা হাউজবিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নাজিম ও বকুল। উদ্ধারের পর তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুই জন সুস্থ আছেন।

গণপিটুনির শিকার দুই ব্যক্তি কি আসলেই ছিনতাইকারী ছিল— জানতে চাইলে ওসি বলেন, দুই ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেছে জনতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন এক ব্যক্তিকে ওপরে তুলছে আর হৈ হৈ করে চিল্লাচিল্লি করছিল। ওই ব্যক্তির পায়ে দড়ি বাঁধা। তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধছিল হলুদ রঙের টি-শার্ট পড়া এক যবুক।

আরও কয়েকজন জনতা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ওপরের দিকে তুলছিল। আর তিনি বাঁচার জন্য ছটফট করছেন। আর পরনের কালো রঙের প্যান্টটিও প্রায় খুলে যাওয়ার অবস্থা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

গণ–অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ

উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর উল্টো করে ঝুলালো জনতা

প্রকাশের সময় : ১২:৩২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় দুই জনকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে উত্তরা হাউজবিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নাজিম ও বকুল। উদ্ধারের পর তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুই জন সুস্থ আছেন।

গণপিটুনির শিকার দুই ব্যক্তি কি আসলেই ছিনতাইকারী ছিল— জানতে চাইলে ওসি বলেন, দুই ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেছে জনতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন এক ব্যক্তিকে ওপরে তুলছে আর হৈ হৈ করে চিল্লাচিল্লি করছিল। ওই ব্যক্তির পায়ে দড়ি বাঁধা। তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধছিল হলুদ রঙের টি-শার্ট পড়া এক যবুক।

আরও কয়েকজন জনতা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ওপরের দিকে তুলছিল। আর তিনি বাঁচার জন্য ছটফট করছেন। আর পরনের কালো রঙের প্যান্টটিও প্রায় খুলে যাওয়ার অবস্থা।