দামুড়হুদার কুতুবপুর-কার্পাসডাঙ্গা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধার পর কুতুবপুর-কার্পাসডাঙ্গা সড়কে গালকাটি নামকস্থানে এঘটনা ঘটে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত. নূর বক্সের ছেলে। তিনি খেজুর গাছ চাষী বলে জানা গেছে।
শহিদুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সন্ধার পর খেজুর গাছ কেটে বাইসাইকেল বাড়িতে যাচ্ছিলাম। পথের মধ্যে দুজন মুখোশধারী যুবক আমাকে গতিরোধ করে। পরে আমাকে টেনে-হিচড়ে রাস্তার পাশে নিয়ে কিল-ঘুষি দিয়ে আহত করে। আমার কাছে থাকা নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। এরপরই চিল্লাচিল্লি না করে চুপচাপ চলে যেতে বলে। আমি চলে আসি। তাদের কাউকেই চিনতে পারেনি। তবে তাদের বয়স ১৮-১৯ বছরের মধ্যে হবে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মেহেদি হাসান (সেকেন্ড অফিসার) রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কুতুবপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জেনেছি। কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
প্রসঙ্গত, এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে নবদম্পতি ছিনতাইয়ের কবলে পড়েন। স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না ও নগদ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এরপরই জেলা গোয়েন্দা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের নিকট থেকে ছিনতাইকৃত সোনার গহনা, নগদ টাকা ও ধারাল অস্ত্র জব্দ করে পুলিশ।
এএইচ