বাংলাদেশ খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয়টি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই কার্যালয়টি উদ্বোধন করেন। এ সময় তিনি জেলা, উপজেলসহ সকল পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশামূলক বক্তব্য দেন। রাতেই তিনি চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন।
খেলাফত মজলিস চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুফতি সোয়াইব আহমেদ কাসেমীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আশরাফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, রাজনীতি করতে হলে, সমাজ বিপ্লব করতে হলে আমাদের ব্যপকভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। তারপর চূরান্ত পর্যায়ে গিয়ে আমাদের রাজনীতি।
প্রচলিত রাজনীতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, ‘কাজটি করলে কি হয়? এই প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন হবে, প্রায়োজন কি? আপনারা আজ যে কার্যালয়টির উদ্বোধন করেছেন, যদি এটিকে আরোও সম্প্রশারিত করতে চান, তাহলে আপনাদের প্রথম প্রশ্ন হবে, প্রয়োজন কি? যদি ইসলামের প্রচারে আমাদের কার্যক্রমের স্বার্থে প্রয়োজন হয় তখন আপনারা সেটা করবেন। আমাদের প্রধান লক্ষ, আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান সহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এএইচ
অর্ণব আহমেদ আশিক, নিজস্ব প্রতিবেদক 






















