দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে টিপু সুলতান (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৮ কেজি গাঁজা ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থাকা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক টিপু সুলতান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামের নতুনপাড়ার আফাজ উদ্দিনের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এই সময় আলিম উদ্দীনের চায়ের দোকানের সামনে থেকে টিপু সুলতানকে আটক করা হয়ে। পরে তার নিকট থেকে আট কেজি গাঁজা ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক টিপু সুলতানের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
এএইচ