মিলের সার্বিক পরিস্হিতি বিবেচনা করে কেরুর গেস্ট হাউজে রুদ্ধদ্বার বৈঠকের পর মিলের শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারন নির্বাচন সাময়িক স্হগিত করা হয়েছে।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি দুপুরে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে গত রবিবার ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিকরা তাদের বিক্ষোভ অবরোধ কর্মসুচি স্হগিত করেছে। বিক্ষোভকে কেন্দ্র করে মিলের মাড়াই কার্যক্রম ১০ ঘন্টা বন্ধ থাকায় অনেক টাকার লোকশান হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

কেরু চিনিকল সুত্রে জানা যায় কেরু চিনিকল শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারন নির্বাচনের মাত্র ১০ দিন বাকি থাকতে ইউনিয়নের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও কেরুর পার্বতিপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ সৌমিক হাসানকে পঞ্চগড় সুগারমিলে জৈস্ঠ করনিক হিসেবে বদলির খবর বৃহস্পতিবার দুপুরে কেরু মিল এলাকায় ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন চীপ অপপারসোনেল হামিদুল হক স্বাক্ষরিত বদলির আদেশটি পাওয়ার পর পরই কেরু মিলের শ্রমিক ও কর্মচারিরা উদ্দেশ্য ও হয়রানি মুলক বদলি বাতিল করতে ঐদিন বেলা দেরটা মিলের ডোঙা, কারখানা ও বয়লারের কার্যক্রম বন্ধ করে দেয়। এসময় শ্রমিকরা বিকাল ৫টা টার দিকে মিলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিল এলাকায় মিছিল করতে থাকে। শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য নেতৃবৃন্দদের সাথে মিল কতৃপক্ষ কথা বলে পড়তে পারে।

বৃহস্পতিবার রাত ১২ টা ৩ মিনিটের দিকে কারখানার কার্যক্রম চালু করেন। এতে মিল এলাকার আখচাষীরা মিলে আখ এনে চরম দুর্ভোগে পড়ে।
মাড়াই মৌসুমে ও চালুমিল ১০ ঘণ্টার উপর বন্ধ থাকার কারনে প্রায় কোটি টাকা লোকসান হয়েছে বলে কতৃপক্ষ মনে করছেন।
অবশেষে শুক্রবার বেলা ১২ টায় কেরুর গেস্ট হাউজে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ, মোঃ তৈয়ব আলি,সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান,মনিরুল ইসলাম,জয়নাল আবেদিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নির্বাচন পরিচালনা কমিটির চোয়ারম্যান আঃ ছাত্তার ও মিলের ব্যাবস্হাপনা পরিচালক জনাব রাব্বিক হাসান এফ সি এম এ দুঘন্টা বৈঠকের পর কেরু শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারন নির্বাচন সাময়িক স্হগিত করেন।

এ বিষয়ে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের দি বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি কেরুর শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারন নির্বাচন অনুস্ঠিত হওয়ার কথা ছিল।
এএইচ