০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

চুয়াডাঙ্গা সদর উপজেলার বাটিকাডাঙ্গায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ইমরান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গ্রামে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে পরিবারের সদস্যরা ঘরে ছয়টি তালা দিয়ে বের হন। ওয়াজ মাহফিল থেকে ফিরে দেখেন গেইটসহ মোট ৬টি তালাভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে থেকে নগদ ১৩ হাজার টাকা, স্বর্ণের দুটি আংটি, একটি সোনার চেইন ও একটি টায়রা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

বাড়ির মালিক ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছিলো। আমরা বাড়ির সবাই মিলে ওয়াজ শুনতে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি সবকিছু এলোমেলো। ছয়টি তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

এ বিষয় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিছু নগদ টাকা ও সোনার জিনিসপত্র নিয়ে গেছে বলে বাড়ির মালিক জানিয়েছেন।

এ বিষয়ে জানতে স্থানীয় তিতুদহ পুলিশ ক্যাম্পের সরকারি নাম্বারে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ জন্য পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য জানা যায়নি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঢাকায় ডুসাকের শিক্ষাবৃত্তি ও নবীনবরণ অনুষ্ঠান: চুয়াডাঙ্গার ৭০ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

চুয়াডাঙ্গায় বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

প্রকাশের সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার বাটিকাডাঙ্গায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ইমরান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গ্রামে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে পরিবারের সদস্যরা ঘরে ছয়টি তালা দিয়ে বের হন। ওয়াজ মাহফিল থেকে ফিরে দেখেন গেইটসহ মোট ৬টি তালাভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে থেকে নগদ ১৩ হাজার টাকা, স্বর্ণের দুটি আংটি, একটি সোনার চেইন ও একটি টায়রা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

বাড়ির মালিক ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছিলো। আমরা বাড়ির সবাই মিলে ওয়াজ শুনতে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি সবকিছু এলোমেলো। ছয়টি তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

এ বিষয় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিছু নগদ টাকা ও সোনার জিনিসপত্র নিয়ে গেছে বলে বাড়ির মালিক জানিয়েছেন।

এ বিষয়ে জানতে স্থানীয় তিতুদহ পুলিশ ক্যাম্পের সরকারি নাম্বারে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ জন্য পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য জানা যায়নি।

এএইচ