০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাংচুর, মুল হোতা চুয়াডাঙ্গার সুমন গ্রেপ্তার

ট্রেন চলাচল বন্ধ নিয়ে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটকৃত সুমন আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর গ্রামের হুচুকপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে নেয়া হচ্ছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, হামলাও ভাঙচুরের ঘটনায় রাজশাহী জিআরপি থানায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে। তাকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশ সদস্যরা রওনা করেছেন রাজশাহীর উদ্দেশ্যে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর অধিযাচনপত্র পেয়ে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমীর এক্সপ্রেস ট্রেন। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করে।
রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের দুইজন স্টাফকে আটকে রাখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে কর্তৃপক্ষ।

One thought on “রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাংচুর, মুল হোতা চুয়াডাঙ্গার সুমন গ্রেপ্তার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঢাকায় ডুসাকের শিক্ষাবৃত্তি ও নবীনবরণ অনুষ্ঠান: চুয়াডাঙ্গার ৭০ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাংচুর, মুল হোতা চুয়াডাঙ্গার সুমন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ট্রেন চলাচল বন্ধ নিয়ে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটকৃত সুমন আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর গ্রামের হুচুকপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে। তাকে রাজশাহীতে নেয়া হচ্ছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, হামলাও ভাঙচুরের ঘটনায় রাজশাহী জিআরপি থানায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে। তাকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশ সদস্যরা রওনা করেছেন রাজশাহীর উদ্দেশ্যে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর অধিযাচনপত্র পেয়ে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমীর এক্সপ্রেস ট্রেন। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করে।
রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের দুইজন স্টাফকে আটকে রাখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে কর্তৃপক্ষ।