১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভলপমেন্ট ফোরামের’ উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) বিকেলে শহরের শহীদ হাসান চত্বরের পৌর মুক্ত মঞ্চে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা ডেভলপমেন্ট ফোরাম।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। জেলার অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।

আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সেপেক্টর সোহেল রানা, ফুটবলার মিলন বিশ্বাস, চুয়াডাঙ্গা
ডেভলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ভলান্টিয়ার্স আহসান সাকিব, আব্দুল্লাহ বিশ্বাস, রাতুল হাসান, সিফাত হোসেন, আকাশ আহম্মেদ, আবু সাইদ, ইমন হোসেন প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় চার দিনের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অরিন্দমের প্রতিষ্ঠাবার্ষিকী

চুয়াডাঙ্গায় ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ০৪:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভলপমেন্ট ফোরামের’ উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) বিকেলে শহরের শহীদ হাসান চত্বরের পৌর মুক্ত মঞ্চে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা ডেভলপমেন্ট ফোরাম।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। জেলার অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।

আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সেপেক্টর সোহেল রানা, ফুটবলার মিলন বিশ্বাস, চুয়াডাঙ্গা
ডেভলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ভলান্টিয়ার্স আহসান সাকিব, আব্দুল্লাহ বিশ্বাস, রাতুল হাসান, সিফাত হোসেন, আকাশ আহম্মেদ, আবু সাইদ, ইমন হোসেন প্রমুখ।