বাংলাদেশ খেলাফত মজলিস-এর ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা মামুনুল হক আমীর এবং মাওলানা জালালুদ্দীনকে মহাসচিব নিযুক্ত করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার শেষ অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি আঞ্চলিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম
বাংলাদেশ খেলাফত মজলিসের নবনিযুক্ত আমিরকে অভিনন্দন জানিয়ে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতী শোয়াইব কাসেমী ও সেক্রেটারী মাওলানা জুবায়ের খাঁন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত শূরা সদস্যগণ আল্লামা মামুনুল হককে আমীর নিযুক্ত করে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে, ইনশাআল্লাহ।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ।
জানা গেছে, কেন্দ্রীয় মজলিসে শূরার প্রায় ২০০ সদস্য অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনে আমির ও মহাসচিব ছাড়াও দলের অভিভাবক পরিষদ গঠন করা হয়। খেলাফত মজলিসের সদ্য সাবেক আমির মাওলানা ইসমাঈল নূরপুরীকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
এএইচ