‘চুয়াডাঙ্গার শীতার্ত মানুষের জন্য সংযোগ’ স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার হানুরবাড়াদি বহুমুখী দারুল কুরআন কওমি বালক বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংযোগ এর টিম কো-অর্ডিনেটর মুশফিক রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমরা সংযোগের শুরু থেকেই চুয়াডাঙ্গা বাসীর জন্য বিভিন্ন রকম উদ্বেগ নিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা ৩৭ জন অসহায় শিক্ষার্থীদের মাঝে সুয়েটার ও হুডি বিতরণ করেছি। সামনে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ।
এ সময় সার্বিক দায়িত্বে ছিলেন সুমন সরদার (মিডিয়া কো-অর্ডিনেটর), মাহিন বিল্লাহ (স্টোর কো-অর্ডিনেটর) ও আফরান মারুফ( কোর ভলেন্টিয়ার ) প্রমুখ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























