চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে মুকরামিন (২৮) নামে এক পাখিভ্যান চালক নিহত হয়েছেন বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুকরামিন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মোল্লাপাড়ার হামিদুল ইসলামের ছেলে।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বৃহস্পতিবার সকালে ভাটায় কাজ শেষে কিছু ইট নিয়ে পাখিভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন মুকরামিন।
দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের সন্নিকটে পৌছালে দ্রুতগতির ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আলমগীর কবির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অভিযোগ না থাকায় অবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এএইচ