চুয়াডাঙ্গায় যাত্রীবেশে বিপুল হোসেন (৪৫) নামের এক চালককে মারধর করে পাখিভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় বিপুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া ইটভাটার নিকট এ ঘটনা ঘটে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রীবেশে চালককে মারধর করে পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের সনাক্তে মাঠে নেমেছে।
ভুক্তভোগী বিপুল হোসেনের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা থেকে ৫-৬ যাত্রী সড়াবাড়িয়া যাওয়ার জন্য ভ্যানটি ভাড়া করেন।
গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে ইটভাটার নিকট পৌঁছালে যাত্রীবেশে ছিনতাইকারীর সদস্যরা বিপুলকে ব্যাপক মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে
পাখিভ্যানটি নিয়ে তারা পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা বিপুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিপুলের গলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।
এএইচ