চুয়াডাঙ্গা জেলা বিএনপির অনুষ্ঠিত সম্মেলন ঘিরে জেলা, শহরব্যাপী কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন সাটানো হয়। সম্মেলনের পর শহরের সৌন্দর্য রক্ষায় সেসব ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছে দলটি। কার্যক্রম চলবে আগামী তিনদিন।
জানা গেছে, জেলা বিএনপির সম্মেলন শেষে শহরের সৌন্দর্য রক্ষা এবং পরিবেশ সচেতনতার অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারন সম্পাদক শরীফুজ্জামান নিজ উদ্যোগে এবং নেতাদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ফেস্টুন অপসারণের কাজ শুরু করেন।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা বিএনপির নেতা একরামুল হক ইকরা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব এবং সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সম্মেলনকে ঘিরে আমরা যেমন একটি উদ্দীপনা সৃষ্টি করেছি, তেমনি শহরের সৌন্দর্য রক্ষায় দ্রুত সকল ব্যানার-ফেস্টুন সরানোর উদ্যোগ নিয়েছি। পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের। এ কাজ সম্পন্ন করতে আমি সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নেতাকর্মীরা উৎসাহের সঙ্গে এ উদ্যোগে অংশ নিচ্ছেন। সম্মেলন যেমন সফল হয়েছে, ঠিক তেমনই আমরা চাচ্ছি শহরকে পরিচ্ছন্ন রাখতে। আগামী তিন দিনের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে।’
এএইচ