চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় নিলয় হাসান সিয়াম (১৬) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে জখমের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন। রাতেই সিয়ামকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহীর উদ্দেশ্য সদর হাসপাতাল ত্যাগ করেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা শহরে দু’পক্ষের অস্ত্রের মহড়া-সংঘর্ষ, বিএনপি নেতা মিলনকে কুপিয়ে জখম
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফার্মপাড়ার খাদেমুল ইসলাম মাদরাসার অদূরে এ ঘটনা ঘটে।
আহত নিলয় হাসান সিয়াম ফার্মপাড়ার মিজান আলীর ছেলে। সে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ বলছে, গত কয়েকদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটছে। এতে ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছিলেন চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন হোসেন। এরই জের ধরে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে জখমের ঘটনা ঘটেছে।

সিয়ামের বড় ভাই মো. নাহিয়ান বলেন, বুধবার রাতে খাদেমুল ইসলাম মাদরাসায় ওয়াজ মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিল সিয়াম। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে তার কাছে থাকা নগত টাকা কেড়ে নেয় এবং আরও কিছু টাকা দাবি করে। এরই জের ধরে আমার ভাইয়ে ছুরিকাঘাতে আহত করে তারা। আমরা এ ঘটনায় মামলা করব।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ধারণা করা হচ্ছে সিয়ামের পেটের ডান দিকে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। তবে ক্ষতের পরিমান কতটুকু গভীর এবং ঝুঁকি এড়াতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গার ফার্মপাড়ার যুবলীগ কর্মী রবিউলকে কুপিয়ে ক্ষতবিক্ষত
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কি কারণে ছুরিকাঘাত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন আগে মিলন নামে এক যুবককে কোপানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জেনেছি।
এএইচ