০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা শহরে দু’পক্ষের অস্ত্রের মহড়া-সংঘর্ষ, বিএনপি নেতা মিলনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে।

এতে ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন হোসেন (৪৯)।

রোববার (০৮ ডিসেম্বর) চুয়াডাঙ্গা রে স্টেশন সংলগ্ন রেল কলোনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে চাঁদাদাবি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন।

এ সময় রেল স্টেশন গার্ড কোয়ার্টারের সামনে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দুই পক্ষই স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

অপর একটি পক্ষ জানিয়েছে, কয়েকদিন পূর্ব একই এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জনি নামের এক যুবলীগ নেতাকে আটক করা হয়। জনিকে ধরিয়ে দেয়া হয়েছে এমন অভিযোগে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে এ ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় মিলন হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জয়া বলেন, রক্তাক্ত অবস্থায় মিলন হোসেন জরুরি বিভাগে আসে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, ‘পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

2 thoughts on “চুয়াডাঙ্গা শহরে দু’পক্ষের অস্ত্রের মহড়া-সংঘর্ষ, বিএনপি নেতা মিলনকে কুপিয়ে জখম

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

চুয়াডাঙ্গা শহরে দু’পক্ষের অস্ত্রের মহড়া-সংঘর্ষ, বিএনপি নেতা মিলনকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে।

এতে ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন হোসেন (৪৯)।

রোববার (০৮ ডিসেম্বর) চুয়াডাঙ্গা রে স্টেশন সংলগ্ন রেল কলোনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে চাঁদাদাবি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন।

এ সময় রেল স্টেশন গার্ড কোয়ার্টারের সামনে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দুই পক্ষই স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

অপর একটি পক্ষ জানিয়েছে, কয়েকদিন পূর্ব একই এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জনি নামের এক যুবলীগ নেতাকে আটক করা হয়। জনিকে ধরিয়ে দেয়া হয়েছে এমন অভিযোগে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে এ ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় মিলন হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জয়া বলেন, রক্তাক্ত অবস্থায় মিলন হোসেন জরুরি বিভাগে আসে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, ‘পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।