জীবননগর পৌর এলাকার গোপালনগরে সাংবাদিক আতিয়ার রহমানের বাড়ি থেকে অর্ধ লক্ষাধিক টাকা চুরি হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেছেন।
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান জানান, ‘রাত ৯টার দিকে বাড়ির দরজা বন্ধ করে পরিবারের সবাই ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। এ সুযোগে চোরচক্র ছাদের ওপর দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরের আলমারির তালা খুলে কাপড়ের ভাজে রাখা ৬১ হাজার ৩০০ টাকা চুরি করে নিয়ে যায়। সংসারের জন্য মজুদ করা টাকাগুলো দিয়ে অসম্পূর্ণ বাড়ির কাজ করার পরিকল্পনা ছিল, যা আর সম্ভব হলো না।’
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএইচ