ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা–২ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব বলেছেন,
আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করি আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য, দুনিয়ায় সম্পদ অর্জনের জন্য নয়। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব যদি আল্লাহভীরু, সৎ ও আমানতদার নেতৃত্বের হাতে না আসে, তাহলে কখনও লুটপাট, অন্যায় ও দুর্নীতি বন্ধ হবে না।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে এলাকার সমস্যা, উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগে হাসানুজ্জামান সজিব বলেন, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধের একমাত্র পথ হলো আল্লাহভীরু ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য হলো এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যারা কুরআন-সুন্নাহর আলোকে জনগণের হক আদায় করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে এবং রাষ্ট্রকে ন্যায়ভিত্তিক পথে পরিচালিত করবে। তাই আগামী নির্বাচনে আপনারা হাতপাখা প্রতীকে ভোট দিন— যাতে সংসদে আমানতদার, আল্লাহভীরু ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।”
গণসংযোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব মুহাম্মদ আবু নাঈম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল ওয়াদুদ, সভাপতি মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাওলানা লুৎফুর সরকার, সদস্য মাওলানা আবুল হাসান, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি কারী জিল্লুর রহমান, যুব আন্দোলনের উপজেলা অর্থ সম্পাদক আব্বাসউদ্দীন, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মুহাম্মদ রুহুল আমীন ও সেক্রেটারি মুহাম্মাদ আবু সাঈদ।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীবৃন্দ গণসংযোগে অংশ নেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























