০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিশুকে বাঁচাতে গিয়ে চলন্ত পাখিভ্যান উল্টে প্রা ণ গেল নারী যাত্রীর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে ব্যাটারিচালিত পাখিভ্যান উল্টে সামেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে কুলতলা মসজিদের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। দুই মাস আগেই মারা গেছেন তার স্বামী আব্দুর রহমান। স্বামীর মৃত্যুর পর এত দ্রুত স্ত্রীকেও হারিয়ে পরিবার ও এলাকাবাসী গভীর শোকে নিমজ্জিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সামেনা খাতুনসহ তিনজন মহিলা পাখি ভ্যানে চেপে কুলতলা গ্রাম থেকে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হন। ভ্যানটি কুলতলা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একটি শিশু ভ্যানের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তেই ভ্যানটি উল্টে যায়। এতে সামেনাসহ সবাই রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সামেনা খাতুনের মাথা রাস্তায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, দুই মাস আগে স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামেনা। তার এমন অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুকে বাঁচাতে চলন্ত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় শিশুকে বাঁচাতে গিয়ে চলন্ত পাখিভ্যান উল্টে প্রা ণ গেল নারী যাত্রীর

প্রকাশের সময় : ০৫:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে ব্যাটারিচালিত পাখিভ্যান উল্টে সামেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে কুলতলা মসজিদের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। দুই মাস আগেই মারা গেছেন তার স্বামী আব্দুর রহমান। স্বামীর মৃত্যুর পর এত দ্রুত স্ত্রীকেও হারিয়ে পরিবার ও এলাকাবাসী গভীর শোকে নিমজ্জিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সামেনা খাতুনসহ তিনজন মহিলা পাখি ভ্যানে চেপে কুলতলা গ্রাম থেকে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হন। ভ্যানটি কুলতলা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একটি শিশু ভ্যানের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তেই ভ্যানটি উল্টে যায়। এতে সামেনাসহ সবাই রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সামেনা খাতুনের মাথা রাস্তায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, দুই মাস আগে স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামেনা। তার এমন অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুকে বাঁচাতে চলন্ত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।