চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জীবননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সুত্রে জানা গেছে, অত্র এলাকায় বীজ, কীটনাশক ও মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় কিছু বীজের প্যাকেটে আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সংক্রান্ত প্রয়োজনীয় বিবরণের উল্লেখ না থাকার অপরাধে মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং মেসার্স গ্রীন লাইফ সীডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সারের দাম বেশি রাখায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ বা বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























