১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ করল জেলা পরিষদ

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্মাণের নাম ভাঙিয়ে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় একজন ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে।

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন বিভাগের কর্মকর্তা, জেলা পরিষদের একটি দলসহ স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা । পরে গাছগুলো জেলা পরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছগুলো জব্দ করেন।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিভক্ত হয়ে গঠিত হয় গড়াইটুপি ইউনিয়ন পরিষদ। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হত তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাইদুর রহমান ছাব্দারের পুরাতন বাড়ি। গত কয়েকদিন আগে চিত্রা নদীর পাড়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রেশনকৃত জমিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয়।

রোববার সকালে ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে গড়াইটুপি বাজার-গহেরপুর সড়কের কানাপুকুর নামক স্থান থেকে সরকারি রাস্তার গাছ কাটছিলেন গড়াইটুপি গ্রামের সাহাজুল ইসলাম, খাড়াগোদা গ্রামের নাসির উদ্দীন, গোষ্ঠবিহার গ্রামের আদম আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের মেম্বার লিটু হোসেনসহ কয়েকজন।

অবৈধভাবে গাছ কাটার বিষয়টি অবগত হলে দর্শনা থানা ছাত্রদলের সদস্য সোলাইমান, গড়াইটুপি ইউনিয়নের ছাত্রদলের অন্যতম সদস্য ইয়ামিন হোসেন, যুবদলের অন্যতম সদস্য শিমুল, ওয়াসিম, ফয়সাল, মৎস্যজীবী দলের অন্যতম সদস্য রুবেল ঘটনাস্থলে পৌছে রুখে দেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন তারা।

পরে খবর পেয়ে সেখানে উপস্থিত হন বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশের এসআই শফিউল ইসলাম। এরপর গাছগুলো চুয়াডাঙ্গা জেলা পরিষদের অন্তর্ভুক্ত হবার কারণে জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছগুলো জব্দ করেন।

জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম বলেন, ৫-৭টি সরকারি গাছ কাটা হয়েছে। সবগুলো জব্দ করা হয়েছে। কয়েকজনকে সনাক্ত করা হয়েছে।

গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক লিটু বলেন, ‘গাছগুলো কর্তন করেছি নবনির্মিত ইউনিয়ন পরিষদের নির্মাণাধীন কাজের খরচ হিসেবে ব্যয় করার জন্য।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সরকারি গাছ কাটা হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থল জেলা পরিষদের একটি দল পরিদর্শন করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

One thought on “চুয়াডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ করল জেলা পরিষদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঢাকায় ডুসাকের শিক্ষাবৃত্তি ও নবীনবরণ অনুষ্ঠান: চুয়াডাঙ্গার ৭০ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

চুয়াডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ করল জেলা পরিষদ

প্রকাশের সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্মাণের নাম ভাঙিয়ে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় একজন ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে।

রোববার (০১ ডিসেম্বর) দুপুরে অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন বিভাগের কর্মকর্তা, জেলা পরিষদের একটি দলসহ স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা । পরে গাছগুলো জেলা পরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছগুলো জব্দ করেন।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিভক্ত হয়ে গঠিত হয় গড়াইটুপি ইউনিয়ন পরিষদ। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হত তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাইদুর রহমান ছাব্দারের পুরাতন বাড়ি। গত কয়েকদিন আগে চিত্রা নদীর পাড়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রেশনকৃত জমিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয়।

রোববার সকালে ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে গড়াইটুপি বাজার-গহেরপুর সড়কের কানাপুকুর নামক স্থান থেকে সরকারি রাস্তার গাছ কাটছিলেন গড়াইটুপি গ্রামের সাহাজুল ইসলাম, খাড়াগোদা গ্রামের নাসির উদ্দীন, গোষ্ঠবিহার গ্রামের আদম আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের মেম্বার লিটু হোসেনসহ কয়েকজন।

অবৈধভাবে গাছ কাটার বিষয়টি অবগত হলে দর্শনা থানা ছাত্রদলের সদস্য সোলাইমান, গড়াইটুপি ইউনিয়নের ছাত্রদলের অন্যতম সদস্য ইয়ামিন হোসেন, যুবদলের অন্যতম সদস্য শিমুল, ওয়াসিম, ফয়সাল, মৎস্যজীবী দলের অন্যতম সদস্য রুবেল ঘটনাস্থলে পৌছে রুখে দেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন তারা।

পরে খবর পেয়ে সেখানে উপস্থিত হন বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশের এসআই শফিউল ইসলাম। এরপর গাছগুলো চুয়াডাঙ্গা জেলা পরিষদের অন্তর্ভুক্ত হবার কারণে জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছগুলো জব্দ করেন।

জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম বলেন, ৫-৭টি সরকারি গাছ কাটা হয়েছে। সবগুলো জব্দ করা হয়েছে। কয়েকজনকে সনাক্ত করা হয়েছে।

গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক লিটু বলেন, ‘গাছগুলো কর্তন করেছি নবনির্মিত ইউনিয়ন পরিষদের নির্মাণাধীন কাজের খরচ হিসেবে ব্যয় করার জন্য।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সরকারি গাছ কাটা হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থল জেলা পরিষদের একটি দল পরিদর্শন করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।