চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুত্রবধুর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আবু সিদ্দিক ওরফে পুটি (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে যে কোনো সময় তিনি নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেন তিনি। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।
নিহত আবু সিদ্দিক পুটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের মৃত আফসার মল্লিকের ছেলে।
আরও পড়ুন
মেয়ের বিয়ে না হওয়ায় চুয়াডাঙ্গায় বিষপানে মায়ের আত্মহত্যা
পারিবারিক সুত্রে জানা যায়, মাঝেমধ্যেই সাংসারিক খুটিনাটি বিষয় নিয়ে নিজ পুত্রবধুর সঙ্গে মনোমালিন্য হতো আবু সিদ্দিকের। গত সোমবারও তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে পুত্রবধুর উপর অভিমান করে নিজ বাড়ির দ্বিতীয়তলায় একটি কক্ষে গলায় গামছা পেছিয়ে ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানান।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারি কর্মকর্তা আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রাথমিক তদন্তে শেষে আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করতে পারেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এএইচ