চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিষপান করে মরিয়ম খাতুন (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আজ শনিবার (০৯ নভেম্বর) অনুমানিক ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
পরবর্তীতে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন। এ দিন বাদ মাগরিবের পর জানাযার নামায শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়।
নিহত মরিয়ম খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার সাঈদের স্ত্রী এবং দামুড়হুদার দশমীপাড়ার আব্দুল আজিজ মোল্লার মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
নিহতের স্বজন পপি খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মরিয়মের দুই ছেলে ও এক মেয়ে। আর মেয়েটি প্রাপ্তবয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন (শারীরিক প্রতিবন্ধী) হওয়ায় মানসিকভাবে চিন্তিত ছিলেন মা মরিয়ম খাতুন। বিভিন্ন সময় বিয়ের জন্য পাত্র দেখলেও মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় কেউ বিবাহে আগ্রহ প্রকাশ করতেন না৷ এ নিয়ে গত দু’মাস যাবত পারিবারে কলহ চলছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার বিকেলে সবার অগোচরে ঘাসপোড়া বিষপান করেন মরিয়ম খাতুন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন অর্থাৎ আজ শনিবার ভোরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
পপি খাতুন আরও বলেন, শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ আমাদের নিকট হস্তান্তর করা হয়। বাদ মাগরিব শ্বশুর বাড়ি সিঅ্যান্ডবিপাড়ায় জানাযার নামায শেষে সেখানে কবরস্থানে মৃতদেহের দাফন সম্পন্ন হয়েছে।
মরিয়ম খাতুনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারি কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রাথমিক তদন্তের আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্ত সম্পন্ন শেষ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























2 thoughts on “মেয়ের বিয়ে না হওয়ায় চুয়াডাঙ্গায় বিষপানে মায়ের আত্মহত্যা”