চুয়াডাঙ্গায় গরীব দুস্থদের জন্য বরাদ্দকৃত ত্রাণের কম্বল বিরতণ না করে আত্মসাতের চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টুকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ১৫০ পিচ কম্বল জব্দ করা হয়।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আবু সাইদ পিন্টু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিগত অর্থ বছরের ১৫০ পিচ সরকারি কম্বল দুস্থদের মাঝে বিরতণ না করে অসৎ উদ্দেশে আত্মসাৎ করার জন্য নিজ হেফাজতে রেখেছিলেন চেয়ারম্যান আবু সাইদ পিন্টু। এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কুমারী ইউনিয়ন পরিষদের নতুন বিল্ডিং এর নিচ তলার পশ্চিম পাশের কক্ষে সরকারী ত্রানের ছাই রঙের ১৫০ পিচ কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। এরপরই চেয়ারম্যানকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
ওসি মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সরকারি বরাদ্দকৃত ১৫০ পিচ ত্রাণের কম্বল বিরতণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























