০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ি বিতরণ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০২ নভেম্বর) দুপরে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে গাড়ীগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা রিসো ভ্রাম্যমাণ গাড়িগুলো বিতরণ করে।  

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা নারীদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন।

এতে সভাপতিত্ব করেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।  

আয়োজকরা জানান, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে যেসব নারী ভ্রাম্যমাণ খাবার বিক্রি করেন, তাদের মধ্যে আটজনকে স্বাস্থ্যসম্মতভাবে কাঁচ ঘেরা গাড়ীতে খাবার সংরক্ষণ করার জন্য নিরাপদ খাবার গাড়ী সরবরাহ করা হয়েছে।

রিসো এনজিও সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, মুসলিমপাড়া সিগন্যাল মোড়, সাতগাড়ী গ্রাম ও উত্তরপাড়া, সুমিরদিয়া ক্লাবপাড়া, চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বটতলা ও দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় আট নারী দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ খাবার বিক্রি করে আসছিলেন।

তারা খোলামেলা পরিবেশে এসব খাবার বিক্রি করতেন। এজন্য ওইসব নারীদের মাঝে কাঁচ ঘেরা ভ্রাম্যমাণ ভ্যান গাড়ি সরবরাহ করা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা গণপূর্ত অফিসের গাছ কেটে ভাগবাটোয়ারা : চার কর্মচারীকে শোকজ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ি বিতরণ

প্রকাশের সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০২ নভেম্বর) দুপরে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে গাড়ীগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা রিসো ভ্রাম্যমাণ গাড়িগুলো বিতরণ করে।  

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা নারীদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন।

এতে সভাপতিত্ব করেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।  

আয়োজকরা জানান, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে যেসব নারী ভ্রাম্যমাণ খাবার বিক্রি করেন, তাদের মধ্যে আটজনকে স্বাস্থ্যসম্মতভাবে কাঁচ ঘেরা গাড়ীতে খাবার সংরক্ষণ করার জন্য নিরাপদ খাবার গাড়ী সরবরাহ করা হয়েছে।

রিসো এনজিও সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, মুসলিমপাড়া সিগন্যাল মোড়, সাতগাড়ী গ্রাম ও উত্তরপাড়া, সুমিরদিয়া ক্লাবপাড়া, চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বটতলা ও দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় আট নারী দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ খাবার বিক্রি করে আসছিলেন।

তারা খোলামেলা পরিবেশে এসব খাবার বিক্রি করতেন। এজন্য ওইসব নারীদের মাঝে কাঁচ ঘেরা ভ্রাম্যমাণ ভ্যান গাড়ি সরবরাহ করা হলো।