চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে ফসলের মাঠ থেকে আব্দুল মান্নান (৪০) নামের এক গার্মেন্টস কর্মচারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে বিষের একটি বোতল উদ্ধার করা হয়েছে।
পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান বিষপানে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে পোস্টে দিয়ে তরুণীর আত্মহত্যা
নিহত আব্দুল মান্নান গোবিন্দপুর গ্রামের মৃত হিরাজ মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মান্নান একটি কাপড়ের দোকানের কাজ করতেন। গতকাল রবিবার সকালে বাড়ি থেকে বের হয় আব্দুল মান্নান। রাতে সে বাসায় না ফিরলে অনেক খোঁজা খুঁজি করেও পরিবারের লোকজন কোন সন্ধান পাইনি। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সংবাদ পাই গ্রামের মাঠে মৃত অবস্থায় মান্নানের লাশ পড়ে আছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় কোলের সন্তান রেখেই বেঁছে নিলেন আত্মহত্যার পথ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন সহ নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষপানে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহের পাশেই একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এএইচ