চুয়াডাঙ্গায় তাজমিনা খাতুন (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
আজ বুধবার (০৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুরে এক দূর্ঘটনায় তিনি মারা যান।
নিহত তাজমিনা খাতুন চুয়াডাঙ্গার জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষিকা হিসবে কর্মরত ছিলেন। তার স্বামী আব্দুর শুকুর জীবননগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত। তারা চুয়াডাঙ্গায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে ঝরল ২ কলা ব্যবসায়ীর প্রাণ
জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, স্বামী আব্দুর শুকুরের সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার ভাড়া বাড়িতে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুর এলাকার পৌছালে অবৈধ ইঞ্চিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়েন তাজমিনা খাতুন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাজমিনা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর চিকিৎসারত অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর মো: আসিফ মুজতবা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, তাজমিনা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর কিছুক্ষন পর তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে একজন নারী হয়েছেন। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ
পাঠকপ্রিয় অনলাইন ‘রেডিও চুয়াডাঙ্গাতে’ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news.radiochuadanga@gmail.com ঠিকানায়।
নিজস্ব প্রতিবেদক 























2 thoughts on “চুয়াডাঙ্গায় স্কুল শিক্ষিকা তাজমিনা খাতুন মারা গেছেন”