বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মৌন মিছিল ও স্মরণসভা করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (০৭ অক্টোবর) চুয়াডাঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জিন্নাহ ফয়সাল ইকবাল ও কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাইমুন আরাফাতের নেতৃত্বে মৌন মিছিল স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি কলেজের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে সড়লে প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জিন্নাহ ফয়সাল ইকবাল বলেন, দীর্ঘ ১৭ বছর ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা করতে দেওয়া হয়নি। আজ আমরা বিনা বাধায় প্রোগ্রাম করলাম। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ কে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করেছে সেই সব অপরাধীদের সাজা যাতে দ্রুত সময় এরমধ্যে কার্যকর করা হয় সেই বিষয় তিনি বর্তমান সরকারের প্রতি আহবান জানান। আমরা ছাত্রলীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বলেন, আবরার আমাদের ভাই। আবরারের রক্তের বিনিময়ে আবারও আমাদের দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয় যেন মুক্তবুদ্ধি চর্চা ও গণতান্ত্রিক ক্যাম্পাসে পরিণত হয়। ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের পরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু বক্কর , যুগ্ন আহবায়ক রকিবুল হাসান, যুগ্ন আহবায়ক রুবেল জোর্দার, যুগ্ন আহবায়ক সাকিবুল হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য আকরামুল হাসান সবুজ, সদস্য খোকন, সদস্য আবির, সদস্য সোহাগ আরো উপস্থিত ছিলেন আল শাহরিয়ার প্রান্ত সজীব, আব্দুস সালাম, সাইফুল ,আমান ,স্বাধীন ,তুহিন, মিতুল, ইমন, নাফিস, হাসিব আতিক ইসমাইল, মিহির, সাইফুল, তুষার ,রাজু, মামুন , সবুজ, পারভেজ, শিহাব ,রাতুল, শামীম ,রাজুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এএইচ