চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশু সাফিন (৮) মারা গেছে। বুধবার (০২ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শিশু সাফিনের পিতা সুমন মিয়া নিজেই ছেলের মৃত্যুর বিষয়টি রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করেছেন। দুপুরে ময়নাতদন্ত শেষে ছেলের মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন।
নিহত সাফিন চুয়াডাঙ্গা ভালাইপুর এলাকার সুমন মিয়ার একমাত্র সন্তান।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, মৃত্যুশয্যায় শিশু সাফিন
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা -মেহেরপুর আঞ্চলিক সড়কের ভালাইপুর ও গোকুলখালির মাঝামাঝিস্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সাফিন। পরে স্থানীয়দের সহযোগীতায় সাফিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরই জ্ঞান হারিয়ে ফেলে শিশু সাফিন। প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী রেফার্ড করেন চিকিৎসক। রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যায়।
সাফিনের পিতা সুমন মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে মুঠোফোনে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় আহত হলে স্থানীয়রা প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় ছেলেটা মারা যায় বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এফইউএম/এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















