০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১০ম গ্রেডের দাবিতে চুয়াডাঙ্গায় ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের কর্মবিরতি

চুয়াডাঙ্গায় সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী সার্ভেয়াররা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেওয়া চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি অফিসে কর্মরত সার্ভেয়াররা বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে সবাইকে দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেডে বেতন স্কেল দেওয়া হলেও সার্ভেয়ারদের তা দেওয়া হয়নি। ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় ১০ম গ্রেডে উন্নীত করতে সুপারিশ করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বৈষম্য মুক্ত করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত ও ১০ম গ্রেডে বেতন স্কেল দেওয়ার দাবি জানাই।

সার্ভেয়াররা বলেন, বাংলাদেশে যেসব পলিটেকনিক ও ৩৬টি টেকনোলজি আছে, এর মধ্যে সার্ভেয়িং অন্যতম। ১৯৮৯ সালের একটি সরকারি গেজেট পাস করে বলা হয়েছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরিতে ১০ম গ্রেড হিসেবে যোগদান করানো হবে। কিন্তু আমরা সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা বিভিন্ন দপ্তরে ১৪,১৫ এবং ১৬তম গ্রেডে চাকরি করি। এতে আমরা নানাভাবে হেনস্তার শিকার হই। এ কারণেই আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচি পালন করছি।

সার্ভেয়াররা বলেন, বৈষম্যবিরোধী সার্ভে আন্দোলনের দাবিতে আমরা এ কর্মসূচি পালন করছি। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের ১০ম গ্রেডের দাবি তা আদায় না হলে ৬ অক্টোবর থেকে আমরা লাগাতার কর্মবিরতি পালন করব। আশা করি আমাদের ১০ম গ্রেডের দাবি সরকার দ্রুত বাস্তবায়ন করবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার শাফায়েতুল ইসলাম, দর্শনা কেরুজ জেনারেল অফিসের সিনিয়র সার্ভেয়ার মহাম্মদ আলী জিন্নাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইখতিয়ার উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার দেলোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মাজেদুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ সার্ভেয়ার মিশকাতুল আলম, চুয়াডাঙ্গায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার রায়হান আলী ও ইয়াসিন আলী, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম, জীবননগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজিব, আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সুজন মোল্লা প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা গণপূর্ত অফিসের গাছ কেটে ভাগবাটোয়ারা : চার কর্মচারীকে শোকজ

১০ম গ্রেডের দাবিতে চুয়াডাঙ্গায় ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের কর্মবিরতি

প্রকাশের সময় : ০৯:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী সার্ভেয়াররা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেওয়া চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি অফিসে কর্মরত সার্ভেয়াররা বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে সবাইকে দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেডে বেতন স্কেল দেওয়া হলেও সার্ভেয়ারদের তা দেওয়া হয়নি। ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় ১০ম গ্রেডে উন্নীত করতে সুপারিশ করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বৈষম্য মুক্ত করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত ও ১০ম গ্রেডে বেতন স্কেল দেওয়ার দাবি জানাই।

সার্ভেয়াররা বলেন, বাংলাদেশে যেসব পলিটেকনিক ও ৩৬টি টেকনোলজি আছে, এর মধ্যে সার্ভেয়িং অন্যতম। ১৯৮৯ সালের একটি সরকারি গেজেট পাস করে বলা হয়েছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরিতে ১০ম গ্রেড হিসেবে যোগদান করানো হবে। কিন্তু আমরা সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা বিভিন্ন দপ্তরে ১৪,১৫ এবং ১৬তম গ্রেডে চাকরি করি। এতে আমরা নানাভাবে হেনস্তার শিকার হই। এ কারণেই আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচি পালন করছি।

সার্ভেয়াররা বলেন, বৈষম্যবিরোধী সার্ভে আন্দোলনের দাবিতে আমরা এ কর্মসূচি পালন করছি। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের ১০ম গ্রেডের দাবি তা আদায় না হলে ৬ অক্টোবর থেকে আমরা লাগাতার কর্মবিরতি পালন করব। আশা করি আমাদের ১০ম গ্রেডের দাবি সরকার দ্রুত বাস্তবায়ন করবে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার শাফায়েতুল ইসলাম, দর্শনা কেরুজ জেনারেল অফিসের সিনিয়র সার্ভেয়ার মহাম্মদ আলী জিন্নাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইখতিয়ার উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার দেলোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মাজেদুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ সার্ভেয়ার মিশকাতুল আলম, চুয়াডাঙ্গায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার রায়হান আলী ও ইয়াসিন আলী, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম, জীবননগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজিব, আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সুজন মোল্লা প্রমুখ।