ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা.)-কে কটুক্তি এবং উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা নিতিশ রানা কতৃক সেই কটুক্তির সমর্থনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে জেলার শহীদ হাসান চত্বরে প্রতিবাদী এই গণ-সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুফতী জুনাইদ আল হাবিবী।
মিছিল পূর্ব গণসমাবেশে মুফতী জুনাইদ আল হাবিবী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর যুগ থেকেই ইসলাম এবং মুসলমানদের দমিয়ে রাখার অপচেষ্টায় বাতিলরা সব সময় নিন্দনীয়, হিংস্র আচরণ করে আসছে।

তিনি বলেন, বাতিলদের সেই ধারাবাহিকতায় মুসলমানদের প্রান প্রিয়নবী মুহাম্মদ (সা.) এর ব্যাপারে ভারতীয় কুলাঙ্গার “পুরোহিত রামগিরি মহারাজ” কর্তৃক মানহানীকর বক্তব্য এবং উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা নিতিশ রানা কতৃক সেই কটুক্তির সমর্থনের কারণে বিশ্বব্যাপি এক দাঙ্গা সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে এই দুই উগ্র হিন্দু নেতা ক্ষমার অযোগ্য কাজ করেছে। তাদের ক্ষমা করার অধিকার দুনিয়ার কোন আদালতের নেই; তাদের ব্যাপারে একটাই দাবি তা হলো মৃত্যুদণ্ড। অতিশীঘ্রই এই শাতেমে রাসুলদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
এসময় তিনি ব্যবসায়ীসহ দেশের সকল নাগরিকদের ভারতের সকল পণ্য বর্জন করার আহবান জানান।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল: ‘মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করলে আমরা শক্তভাবে প্রতিবাদ করব’
আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব গণসমাবেশে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পরিষদের প্রচার সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী।

এছাড়া আরও বক্তব্য রাখেন মুফতি শামীম হুসাইন ফারুকী, মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা হাফিজুর রহমান, মুফতি শোয়াইব আহমাদ কাসেমী, মুফতি আযীযুল্লাহ, মুফতি আলী আকবর, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, মাওলানা মাহবুবুর রহমান মজনু ও মুফতি আবুল কাসেম প্রমুখ।
এএইচ