০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে ভ্যান চুরি, ৫ দিনেও মেলেনি হদিস

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ব্যাটারিচালিত একটি পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে।

গত রোববার ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের এটিএম বুথের পাশ থেকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরই ভুক্তভোগী ভ্যানচালক রেজাউল হক বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোরের চেহারা স্পষ্ট দেখা যায়। তবে ঘটনার ৫ দিন পার হলেও পুলিশ ভ্যানের হদিস পাইনি। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রেজাউল হক।

রেজাউল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের দিদার আলীর ছেলে।

রেজাউল হক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গত ২৩ তারিখ সকাল ১০টার পর বৈদ্যুতিক মিস্ত্রি সহকারী হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করছিলাম। আমি আমার ভ্যানটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সোনালী ব্যাংকের এটিএম বুথের সামনে তালাবদ্ধ করে রাখি। কিছুক্ষন এসে দেখি ভ্যান নেই। অনেক খোঁজা খুজি করেও পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে দেখতে পাই আমার ভ্যানটি দুজন ব্যক্তি নিয়ে যায়। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে ফুটেজে। এরপরঅ আমি থানায় অভিযোগ করি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সিসিটিভির ফুটেজ দেখেছি। এখনো সনাক্ত করা যায়নি। তবে শিগগিরই ভ্যানসহ অভিযুক্তকে ধরতে সক্ষম হবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে ভ্যান চুরি, ৫ দিনেও মেলেনি হদিস

প্রকাশের সময় : ১১:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ব্যাটারিচালিত একটি পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে।

গত রোববার ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের এটিএম বুথের পাশ থেকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরই ভুক্তভোগী ভ্যানচালক রেজাউল হক বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোরের চেহারা স্পষ্ট দেখা যায়। তবে ঘটনার ৫ দিন পার হলেও পুলিশ ভ্যানের হদিস পাইনি। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রেজাউল হক।

রেজাউল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের দিদার আলীর ছেলে।

রেজাউল হক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গত ২৩ তারিখ সকাল ১০টার পর বৈদ্যুতিক মিস্ত্রি সহকারী হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করছিলাম। আমি আমার ভ্যানটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সোনালী ব্যাংকের এটিএম বুথের সামনে তালাবদ্ধ করে রাখি। কিছুক্ষন এসে দেখি ভ্যান নেই। অনেক খোঁজা খুজি করেও পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে দেখতে পাই আমার ভ্যানটি দুজন ব্যক্তি নিয়ে যায়। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে ফুটেজে। এরপরঅ আমি থানায় অভিযোগ করি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সিসিটিভির ফুটেজ দেখেছি। এখনো সনাক্ত করা যায়নি। তবে শিগগিরই ভ্যানসহ অভিযুক্তকে ধরতে সক্ষম হবো।