চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৭টি গরু-ছাগল লুটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) দিবাগত রাত ২টার দিকে মর্তুজাপুর গ্রামে আলতাফ হোসেনের খামারে এ ঘটনা ঘটে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মুঠোফোনে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থলে এসেছি। চারটি গরু ও তিনটি ছাগল নিয়ে গেছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা শহরে দিনেদুপুরে বাড়ির গ্রিল কেটে ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট
আলতাফ হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, অনুমানিক রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল আমার ইটভাটার নৈশপ্রহরী মখছেদ মন্ডলকে হাত-পা চোখ বেঁধে ফেলে। এরপরই ইটভাটার সাথেই আমার খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে গেছে। এরমধ্যে একটি ছাগল জবাই করে দূরের একটি মাঠে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এসেছেন।
এএইচ
One thought on “চুয়াডাঙ্গায় নৈশপ্রহরীকে বেঁধে খামারের ৭টি গরু-ছাগল লুট”