চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় একটি বাড়ি থেকে নগত টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে হকপাড়ার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ভাড়াটিয়া শিউলি খাতুন বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানা ও অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছেন।
শিউলি খাতুনের স্বামী রাজন হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার গ্রামের বাসা চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া গ্রামে। আমি ঢাকায় একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত। দীর্ঘদিন যাবত শহরের হকপাড়ায় আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে আমার মা ও স্ত্রী বসবাস করে আসছেন।
রাজন হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আজ সকালে শহরতলীর দৌলতদিয়াড় থেকে শ্যালকের বিয়ের আনুষ্ঠানিকতা জন্য কথাবার্তা শেষে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে আসি। এসে দেখি বারান্দার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে আসবাবপত্র, নগত ৮০ হাজার টাকা ও স্বর্ণলঙ্কারসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রাজন হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বাড়িতে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি, শহরের ফার্মপাড়ার আরাফাত, তার মা রিনা খাতুন, খালা দিনা খাতুন ও মামা আজাদ আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছিলেন। আমার ধারণা এরাই লুট করেছে।

রাজন হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে আরও বলেন, এর আগে আরাফাত মাঝেমধ্যেই বাড়িতে উকিঝুকি মারতো। কারণে অকারণে ঘোরাঘুরি করতো। আমার সব শেষ হয়ে গেছে। তিলতিল করে জমানো টাকাগুলো নিয়ে গেছে। এখন আমি কি করব? আবার তারা বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে, যদি থানায় মামলা বা অভিযোগ করি তাহলে আবারো ডাকাতি করা হবে। আমি অভিযুক্তদের বিচারের দাবি করছি এবং আমার খোয়া যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে, সদর থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, শিউলি খাতুন তার খালাতো ভাইয়ের বিবাহের কথাবার্তা শেষে স্বামীকে নিয়ে ভাড়া বাড়িতে আসেন। চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার আরাফাত, তার মা রিনা খাতুন, খালা দিনা খাতুন ও মামা আজাদ তার ভাড়া বাড়িতে লুটরাজ করে পালিয়ে যায়। এতে নগত পঞ্চাশ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, আসবাবপত্রসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলীকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
এএইচ
3 thoughts on “চুয়াডাঙ্গা শহরে দিনেদুপুরে বাড়ির গ্রিল কেটে ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট”