০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১০২ টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজা উদযাপন

চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি জয়ন্ত সিংহ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ রায়, দেবেন্দ্রনাথ দেবসহ জেলার চারটি উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার এবং চার উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভা সুত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পূজা উদ্যাপন করা হবে। চলতি বছর চুয়াডাঙ্গায় ১০২টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। গত বছর ১২৩টি পূজামণ্ডপে উদযাপন করা হয়েছিল।

চলতি বছর সদর উপজেলায় ২৮টি, আলমডাঙ্গা উপজেলায় ৩০টি, দামুড়হুদা উপজেলায় ২০টি এবং জীবননগর উপজেলায় ২৪টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে।

সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, আমি সকলের কাছে অনুরোধ জানিয়ে বলতে চাই, কোন শব্দের দ্বারা আমরা যেন কাউকে আঘাত যেন না করি। অমরা মনে করি দেশের প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মের উৎসব ও প্রথা নির্বিঘ্নে পালন করার স্বাধীনতা রাখেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপি এ জেলার প্রতিটি ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে চলেছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবে আমরা সকলে সতর্ক থাকবো এবং এই উৎসবকে ঘিরে ছোট কোন বিশৃঙ্খলাও যেন না ঘটে তার জন্য অতন্দ্র প্রহরায় থাকবো।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেন, শারদীয় দুর্গোৎসবে উচ্চ শব্দে গান বাজানো হয়, তবে নামাজের সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। নামাজের সময় সকলে নাও জানতে পারেন, এজন্য প্রতিটি মন্দিরে দুর্গোৎসব চলাকালীন সময়ের নামাজের সময়সূচি রাখতে হবে, যেন নামাজের সময়ের গান বাজানো থেকে বিরত থাকা যায়। আমরা সবাই ভাই ভাই, বন্ধু এবং প্রতিবেশি। আমাদের সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধন অটুট হোক।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিত প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী টহল ও পাহারায় থাকবে। পূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকলেই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পূজা বিসর্জন দেওয়া রাত ৮ টার মধ্যে শেষ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

সারা দেশে টানা বৃষ্টির আভাস, থাকবে কতদিন?

চুয়াডাঙ্গায় ১০২ টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজা উদযাপন

প্রকাশের সময় : ০৮:৫৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি জয়ন্ত সিংহ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ রায়, দেবেন্দ্রনাথ দেবসহ জেলার চারটি উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার এবং চার উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভা সুত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পূজা উদ্যাপন করা হবে। চলতি বছর চুয়াডাঙ্গায় ১০২টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। গত বছর ১২৩টি পূজামণ্ডপে উদযাপন করা হয়েছিল।

চলতি বছর সদর উপজেলায় ২৮টি, আলমডাঙ্গা উপজেলায় ৩০টি, দামুড়হুদা উপজেলায় ২০টি এবং জীবননগর উপজেলায় ২৪টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে।

সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, আমি সকলের কাছে অনুরোধ জানিয়ে বলতে চাই, কোন শব্দের দ্বারা আমরা যেন কাউকে আঘাত যেন না করি। অমরা মনে করি দেশের প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মের উৎসব ও প্রথা নির্বিঘ্নে পালন করার স্বাধীনতা রাখেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপি এ জেলার প্রতিটি ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে চলেছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবে আমরা সকলে সতর্ক থাকবো এবং এই উৎসবকে ঘিরে ছোট কোন বিশৃঙ্খলাও যেন না ঘটে তার জন্য অতন্দ্র প্রহরায় থাকবো।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেন, শারদীয় দুর্গোৎসবে উচ্চ শব্দে গান বাজানো হয়, তবে নামাজের সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। নামাজের সময় সকলে নাও জানতে পারেন, এজন্য প্রতিটি মন্দিরে দুর্গোৎসব চলাকালীন সময়ের নামাজের সময়সূচি রাখতে হবে, যেন নামাজের সময়ের গান বাজানো থেকে বিরত থাকা যায়। আমরা সবাই ভাই ভাই, বন্ধু এবং প্রতিবেশি। আমাদের সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধন অটুট হোক।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিত প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী টহল ও পাহারায় থাকবে। পূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকলেই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পূজা বিসর্জন দেওয়া রাত ৮ টার মধ্যে শেষ করতে হবে।