চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুরে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ আহমেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু জুনায়েদকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আলিয়ারপুর গ্রামের নানার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ আহমেদ যশোর উপশহরের নিউমার্কেট এলাকার জামিল আহমেদের ছেলে।৷ দুই ভাইয়ের মধ্যে জুনায়েদ ছিল ছোট।
নিহত শিশু জুনায়েদের মামা আনিচুর রহমান জিকু জানান, গত তিনদিন আগে মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে আসেন জুনায়েদ। বৃহস্পতিবার সকালে হঠাৎ খুজে পাওয়া যাচ্ছিল না তাকে৷ খোঁজাখুঁজির একপর্যায়ে পাশেই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় জুনায়েদকে। দ্রুত জুনায়েদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশু জুনায়েদের মৃত্যুতে নানা বাড়ি আলিয়ারপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মা। কিছুতেই কান্না থামছেনা তাদের।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হাসপাতালে আসার আগেই শিশু জুনায়েদের মৃত্যু হয়েছে।
এএইচ
One thought on “চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ঢুবে প্রাণ গেল শিশু জুনায়েদের”