০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযান: আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরাসহ আটক ৩

আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগম

চুয়াডাঙ্গায় পৃথকস্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া ও আলমডাঙ্গা উপজেলার হারদীতে অভিযান চালিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী শিপরাসহ তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বুদ্ধিমানপাড়ার বাবুল শেখের স্ত্রী আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগম (৭০), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের সরদারপাড়ায় আরব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) ও একই গ্রামের শেখপাড়ার সুইট মোল্লার স্ত্রী রেখা খাতুন (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগমকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশ পাওয়া যায়।

অপরদিকে, বিকেলে আলমডাঙ্গার হারদী সরদারপাড়ায় অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করা হয়। তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়। একই গ্রামের শেখপাড়ায় অভিযান চালিয়ে ৫.৫ গ্রাম হেরোইনসহ রেখা খাতুনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগম দুটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ২০টির বেশি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

One thought on “চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযান: আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরাসহ আটক ৩

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযান: আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরাসহ আটক ৩

প্রকাশের সময় : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় পৃথকস্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া ও আলমডাঙ্গা উপজেলার হারদীতে অভিযান চালিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী শিপরাসহ তিনজনকে মাদকসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বুদ্ধিমানপাড়ার বাবুল শেখের স্ত্রী আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগম (৭০), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের সরদারপাড়ায় আরব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) ও একই গ্রামের শেখপাড়ার সুইট মোল্লার স্ত্রী রেখা খাতুন (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগমকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশ পাওয়া যায়।

অপরদিকে, বিকেলে আলমডাঙ্গার হারদী সরদারপাড়ায় অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করা হয়। তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়। একই গ্রামের শেখপাড়ায় অভিযান চালিয়ে ৫.৫ গ্রাম হেরোইনসহ রেখা খাতুনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগম দুটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ২০টির বেশি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।