চুয়াডাঙ্গার জীবননগরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছেন। এসময় আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) জীবননগর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার দেহাটি গ্রামের মৃত. তফজেল মণ্ডলের ছেলে আব্দুল্লাহ (৫২), কাটাপুল গ্রামের ছাদেক আলীর ছেলে মামুন (৩৮) ও মাধবখালী গ্রামের মৃত. আয়ুব আলীর ছেলে আজিম উদ্দিন (৪০)।
আরও
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযান: আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরাসহ আটক ৩

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিতিত্তে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় এক কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী আব্দুলাহকে আটক করা হয়। বাকি দুই মাদক ব্যবসায়ীকে কাটাপুল এলাকা থেকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে দেড় কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ