০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিও : চুয়াডাঙ্গায় অস্ত্র ও ১১ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব গ্রেফতার

বুধবার (২১ আগস্ট) চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হাবিবুর রহমান রাজিব চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে শহরের বাগানপাড়ার একটি পাঁচতলা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনের দ্বিতীয় তলা থেকে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তার আলমারি তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি দেশীয় অস্ত্র, ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর হাবিবুর রহমান রাজিবের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্শক নাজমুল হোসেন। এরপর আটক রাজিবকে সদর পুলিশ গ্রেফতার দেখায়।

পরিদর্শক নাজমুল হোসেন খান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ হাবিবুর রহমান রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে আমি অবগত হয়েছি। ব্যক্তির দায় কখনো দল নেবে না। ইতিমধ্যে তার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাকে বহিষ্কার করা হবে।

One thought on “ভিডিও : চুয়াডাঙ্গায় অস্ত্র ও ১১ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব গ্রেফতার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

ভিডিও : চুয়াডাঙ্গায় অস্ত্র ও ১১ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

বুধবার (২১ আগস্ট) চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হাবিবুর রহমান রাজিব চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে শহরের বাগানপাড়ার একটি পাঁচতলা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনের দ্বিতীয় তলা থেকে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তার আলমারি তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি দেশীয় অস্ত্র, ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর হাবিবুর রহমান রাজিবের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্শক নাজমুল হোসেন। এরপর আটক রাজিবকে সদর পুলিশ গ্রেফতার দেখায়।

পরিদর্শক নাজমুল হোসেন খান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ হাবিবুর রহমান রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে আমি অবগত হয়েছি। ব্যক্তির দায় কখনো দল নেবে না। ইতিমধ্যে তার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাকে বহিষ্কার করা হবে।