০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নারীর মৃত্যুর ঘটনায় যা জানা গেল

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। প্রথমে দূর্ঘটনা হিসেবে জানা গেলেও পুলিশের প্রাথমিক তদন্তে এই নারী আত্মহত্যা করেছেন এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন দশ পকেট ব্রিজের নিকট এ দূর্ঘটনা ঘটে।

প্রথমে এই নারীর পরিচয় না মিললে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়।।

নিহত ওই নারীর নাম শাহানাজ (৫২)। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামের মুজাম্মেলের মেয়ে। স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গা শহরে থাকতেন। মূলত শাহানাজকে মারধর করায় স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে রেলওয়ে ফাড়ি পুলিশ।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশ সুত্রে, মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়। খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারীর পরিচয় সনাক্ত করে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরিচয় সনাক্তের পর তার পরিবারকে জানানো হয়েছে। তারা জানিয়েছে, শাহানাজ তার স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গায় থাকতেন। স্বামী তাকে মারধর করেছিল। এ কারণেই আত্মহত্যার করেছে বলে জানিয়েছেন তারা।

তিনি আরও বলেন, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

One thought on “চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নারীর মৃত্যুর ঘটনায় যা জানা গেল

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নারীর মৃত্যুর ঘটনায় যা জানা গেল

প্রকাশের সময় : ০১:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। প্রথমে দূর্ঘটনা হিসেবে জানা গেলেও পুলিশের প্রাথমিক তদন্তে এই নারী আত্মহত্যা করেছেন এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন দশ পকেট ব্রিজের নিকট এ দূর্ঘটনা ঘটে।

প্রথমে এই নারীর পরিচয় না মিললে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়।।

নিহত ওই নারীর নাম শাহানাজ (৫২)। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামের মুজাম্মেলের মেয়ে। স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গা শহরে থাকতেন। মূলত শাহানাজকে মারধর করায় স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে রেলওয়ে ফাড়ি পুলিশ।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশ সুত্রে, মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়। খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারীর পরিচয় সনাক্ত করে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরিচয় সনাক্তের পর তার পরিবারকে জানানো হয়েছে। তারা জানিয়েছে, শাহানাজ তার স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গায় থাকতেন। স্বামী তাকে মারধর করেছিল। এ কারণেই আত্মহত্যার করেছে বলে জানিয়েছেন তারা।

তিনি আরও বলেন, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।